24 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশের অধিকাংশ অঞ্চলে বেড়েছে তাপমাত্রা

দেশের অধিকাংশ অঞ্চলে বেড়েছে তাপমাত্রা

দেশের অধিকাংশ অঞ্চলে বেড়েছে তাপমাত্রা

বিএনএ,ঢাকা: দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এখনো মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।আগামি সপ্তাহে এসব জেলায় তাপমাত্রা বাড়তে পারে।তবে,দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা বেড়ে গেছে।সেইসঙ্গে সামনের চারদিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি)এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।পাবনা ও  মেহেরপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ