34 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু

বিএনএ রংপুর: তীব্র শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ।

নিহতরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আশা রানী (৪৫) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৮৫ বছরের বৃদ্ধা তারামনি রায়।

বার্ন ইউনিটের প্রধান ডা. পলাশ জানান, তারা দুই জনেই শীত নিবারণ করতে গিয়ে খড়কুটোর আগুনে দগ্ধ হয়েছিলেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। বার্ন ইউনিটে ভর্তি ত্রিশ জন দগ্ধ রোগীর মধ্যে তিনজন আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।

ডা. পলাশ বলেন, শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটছে। দগ্ধদের অধিকাংশই নারী ও শিশু। সবাইকে আগুন পোহানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ