15 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » নান্দাইলে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

নান্দাইলে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

নান্দাইলে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে সুমন মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছে। নিহত সুমন মিয়া উপজেলার রসূলপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রসূলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সুত্র জানায়, নিহতের চাচাত ভাই মৃত আ.হামিদের ছেলে মাসুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুরে মাসুদ মিয়া তার বোন ও লোকজন নিয়ে ওই জমিতে ধান লাগাতে যায়। এ সময় নিহত সুমন মিয়া তার ভাইদের নিয়ে ধান লাগাতে নিষেধ করতে গেলে মাসুদ মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিহত সুমন মিয়া ও ভাইদের ওপর হামলা করে। এ সময় সুমন মিয়াকে ছুরিকাঘাত করে মাসুদের মিয়ার লোকজন। পরে সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে করে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, যুবক সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই মাসুদ দিয়া ও তার লোকজন পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ২৪, হামিমুর রহমান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ