30 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো দুই কোরিয়া

পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো দুই কোরিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : পিয়ংইয়ং এর ছোঁড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সোচো শহরের ৬০ কিলোমিটারের কম দূরত্বের মধ্যে আঘাত হানে। বুধবার (১ নভেম্বর) এ ঘটনার তিন ঘণ্টা পরেই দক্ষিণ কোরিয়াও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ ঘটনাকে সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে বলেছে এটি তাদের কাছে ‘অগ্রহণযোগ্য’।

উত্তর কোরিয়াকে জবাব দিতে দক্ষিণ কোরিয়া আকাশ থেকে ভূমিতে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা উত্তর কোরিয়ার সীমারেখার একই দূরত্বে গিয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সীমারেখা পড়েছে সাগরের মাঝ বরাবর। তবে উত্তর কোরিয়া কখনোই এ সীমারেখাকে মেনে নেয়নি।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলো যে তারা যদি যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখে তাহলে তাদেরকে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন মূল্য দিতে হবে’।

এ হুমকিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ