35 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

বিএনএ, অনলাইন ডেস্ক: সার্বিয়ার একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে শিক্ষার্থী। আহত হয়েছেন এক শিক্ষক ও ছয় শিক্ষার্থী মিলিয়ে সাতজন। বুধবার (৩ মে) সকালে বেলগ্রেডের একটি স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে অতর্কিত গুলি চালায় এক শিক্ষার্থী। তার বয়স ১৪ বছর। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

দেশটির টেলিভিশন চ্যানেল এন ওয়ানকে এক ছাত্রীর বাবা জানান, গুলির সময় তার মেয়ে ঘটনাস্থলে ছিল। তিনি বলেন, সে পালাতে সক্ষম হয়। ছেলেটি প্রথমে শিক্ষককে গুলি করে, এরপর সে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।

শিক্ষকের জীবন রক্ষায় চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান সেখানকার মেয়র মিলান নেদেলজকোভিচ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত আট শিশু, এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এক শিক্ষক ও ছয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সপ্তম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতারের কথা জানিয়েছে।

সার্বিয়ায় এ ধরনের হামলার ঘটনা সচরাচর ঘটে না। দেশটির বন্দুক আইনও তুলনামূলক কঠোর।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ