31 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আজ ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত

আজ ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত

ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

বিএনএ, ঢাকা : আজ শনিবার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত। এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস ও কানাডার মিশনপ্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাবেন। সফরে ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে তারা আগ্রহী।

এর আগে জাতিসংঘের একটি দল ১৭ থেকে ২০ মার্চ দ্বীপটি পরিদর্শন করে। কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে অবকাঠামো প্রস্তুত করে বাংলাদেশ সরকার। এ পর্যন্ত ছয় দফায় প্রায় ১৯ হাজার জনকে সেখানে স্থানান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ