39 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাট দিবসে সম্মাননা পাচ্ছেন ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট দিবসে সম্মাননা পাচ্ছেন ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট দিবসে সম্মাননা পাচ্ছেন ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিএনএ ডেস্ক, ঢাকা: পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় এবছর ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেয়া হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ‘জাতীয় পাট দিবস ২০২২’ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

মন্ত্রী বলেন, ‘সোনালি আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ দেশব্যাপী উদযাপিত হবে। সেদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান হবে। আর জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার পাটপণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের আওতায় ১৯ টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ