29 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - মে ১৪, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৯ জন নিহত

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৯ জন নিহত

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৯ জন নিহত

বিএনএ বিশ্বডেস্ক : মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বুধবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে।  বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ,  মিয়ানমারের মান্দালয়ে একটি বিক্ষোভে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়। ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরও একজন নিহত হয়।মিংগিয়ান শহরে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাগাইং অঞ্চলের মনওয়া শহরে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ।

এদিকে বুধবার বার্তা সংস্থা এপি’র একজন ফটোগ্রাফারসহ ছয়জন সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

এ দিকে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা জোট- আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা অনলাইনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মিয়ানমার ইস্যুতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেননি তারা। মন্ত্রীরা অং সান সু চিকে মুক্তি দিতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানান।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীকে আটক করে। এর কয়েক দিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ