30 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১২, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু

গাজীপুরে লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু


বিএনএ, গাজীপুর : গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহিদুল ইসলাম (৪০)। তিনি ১০ তলায় শিশু ওয়ার্ডে শিশুসন্তান নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হন জাহিদুল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দশ তলা থেকে নিচে নামার জন্য লিফট কল করেন তিনি। সে সময় লিফট না আসলেও দরজা খুলে যায়। জাহিদুল পা দিলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, লিফট দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তাজউদ্দীন হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, লিফট থেকে পড়ে একজন মারা গেছেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ