28 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর কামরাঙ্গীচরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

রাজধানীর কামরাঙ্গীচরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত


বিএনএ,চাকা :রাজধানীর কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় রাস্তার জায়গায় নিয়ে বিরোধের জেরে  চাচার ধারালো অস্ত্রের  আঘাতে এক ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই ভাতিজা গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ মুন্না (৩৬)। আহতরা হলেন, ভাই সানজিত (৩০) ও মুরসালিন (৩১)।

রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। তার দুই ভাই মুরসালিন (৩১) ও সানজিদ (৩০)

ওই হাসপাতালে চিকিৎসাধীন।নিহত মুন্নার আরেক চাচি জিন্নাত আক্তার বলেন, কামরাঙ্গীরচর কয়লার ঘাট জজবাড়ী এলাকায় মুন্নাদের বাড়ি। তবে বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা নেই। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে চাচা পলাশের সঙ্গে কিছুদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে চাচা পলাশ, তার ছেলে কসরত, শামীম ও তাদের স্ত্রীরা মুন্নাদের তিন ভাইকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, নিহত ও আহতরা মৃত ইমরান হোসেনের সন্তান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢামেকে একজনের মৃত্যু হয়। আর দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ