30 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আগ্রাবাদে একখণ্ড চ.বি ! অ্যালামনাই সেন্টার নির্মাণ শুরু

আগ্রাবাদে একখণ্ড চ.বি ! অ্যালামনাই সেন্টার নির্মাণ শুরু


বিএনএ, চট্টগ্রাম: সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। স্বপ্ন এবার সত্যি হলো।  একই ছাদের নিচে মিলবে সবাই। শুক্রবার (২ জুন) বিকাল ৫টায় দোয়া মাহফিলের মাধ্যমে চট্টগ্রামের শেখ মুজিব সড়কে (ডেবার পশ্চিমপাড়) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ‘সিইউ অ্যালামনাই সেন্টার’ নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোশিয়েশন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং ফাইন্যান্স কমিটির আহবায়ক আলাউদ্দিন নাসিম শাবল দিয়ে মাটি তুলে ‘সিইউ অ্যালামনাই সেন্টার’ এর নির্মাণ শুভারম্ভ করেন। এই সময় সংগঠনের সভাপতি প্রাক্তন মুখ্য সচিব মো. আব্দুল করিম অনলাইনে যুক্ত ছিলেন। এর আগে বাদ আসর আগ্রাবাদ ডেবার পাড় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পড়ন্ত বিকালে আগ্রাবাদ ডেবার পাড়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিজ দেয়া জমিতে ‘সিইউ অ্যালামনাই সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রাণের উচ্ছাসে কালের সাক্ষী হতে এসেছিলেন সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আবুল কদর, গিয়াস উদ্দিন, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, ফেরদৌস বশীর, শামীমা হারুন লুবনা, আমীন হেলালী,মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, এ হালিম, সৈয়দ ছগীর আহমদ, কামরুল হাসান হারুন, নাছির উদ্দিন আহমেদ চৌধুরী, জাফরুল আলম, অ্যাড মো. শামীম, সাইফুদ্দিন আহমেদ সাকী, রাশেদ মনোয়ার, ইয়াসীন হীরা, মোহাম্মদ শাহজাহান, দাউদ আব্দুল্লাহ লিটন, আবুল কালাম আজাদ, জহিরুল আলম, মহিউদ্দিন বাদল, মোহাম্মদ ইউছুপ, সামস রাকীব, হানিফা নেজা হেনা, শহিদুল কাওসার, লুৎফুল কবির শিমুল, সেলিম আকতার পিয়ালসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দুই শতাধিক সদস্য।

চট্টগ্রাম বন্দর কৃর্তপক্ষ আগ্রাবাদ ডেবার পাড়স্থ নয় কাঠা জায়গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোশিয়েশনকে লিজ প্রদান করে। আর সেই জায়গায় নির্মাণ হচ্ছে ‘সিইউ অ্যালামনাই সেন্টার’।যার আরেক নাম আগ্রাবাদে একখণ্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।এর প্রাক্কলিত ব্যয় ৬ কোটি টাকা। ইতোমধ্যে আর্কিটেকচার প্ল্যান অনুমোদন হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ