বিএনএ ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। বিকেল তিনটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
তবে এর আগে ছয়বারের মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা তেমন সুখকর নয়। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটিতে। এর মধ্যে আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ভারতের হায়দ্রাবাদে ২০১৮ সালে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছিল টাইগাররা।
সর্বশেষ একটি ত্রিদেশীয় সিরিজে মোকাবেলা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেয় জিম্বাবুয়ে। দুই লেগের ওই সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে জয়লাভ করে। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে চার উইকেটে পরাজিত হয় তারা। শেষ পর্যন্ত দুই দল ফাইনাল নিশ্চিত করলেও বৃস্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে।
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও মিরপুরে টি-২০ সিরিজ কঠিন হতে পারে বাংলাদেশ দলের জন্য। যদিও বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ সামনে রেখে উন্নতি করতে চায় টাইগাররা।
টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, প্রথম ছয় ওভার থেকে অন্তত ভাল স্কোর দাড় করানোর চেষ্টা থাকবে। এ জায়গায় উন্নতি ঘটাতে না পারলে সঙ্কট বাড়তে পারে। তাই পাওয়ার প্লে থেকেই ভাল করাটা লক্ষ্য থাকবে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ রশিদ খান। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৩৭ রানে তিন উইকেট শিকার করেন তিনি। মিরপুরের উইকেট ধীরগতির হওয়ায় শতভাগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রশিদ, মুজিব ও নবীদের।
সংক্ষিপ্ত ভার্সনে এ পর্যন্ত ১২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৪৩টিতে জয়লাভ করলেও হেরে গেছে ৭৮ ম্যাচে। দুই ম্যাচে কোন ফলাফল হয়নি।
টি-টোয়েন্টিতে দুই দল
বাংলাদেশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাইম শেখ।
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, উসমান গনি, দরবেশ রাসুলি, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকী, নিজাম। মাসউদ, ফরিদ আহমাদ।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 135