38 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ২৭ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ২৭ হাজার ছাড়াল

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ, মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বজুড়ে করোনার তান্ডব এখনও অব্যাহত রয়েছে। কোনভাবেই থামানো যাচ্ছেনা প্রাণঘাতি এ ভাইরাসের আক্রমণ থেকে। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৩৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ লাখ ২৭ হাজার।

সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৭০১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ২৭ হাজার ১২১ জনের। আর এ পর্যন্ত সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৪ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৮৩৫ জন রোগী।

যুক্তরাষ্ট্র বিশ্বের করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১ লাখ ২৮ হাজার ৩৫৯ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৭৮৭ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১১ জনের।

মৃত্যু বিবেচনায় ভারত আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের।

মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ১৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫০৭ জনের।

ইতালি আক্রান্তের দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৬২১ জনের।

যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪৯ হাজার ৬৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ২৩৭ জনের।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ