28 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফিফা বিশ্বকাপ: মাল্টি-এন্ট্রি ভিসা দেবে আরব আমিরাত

ফিফা বিশ্বকাপ: মাল্টি-এন্ট্রি ভিসা দেবে আরব আমিরাত

fifa world cup qatar 2022

চলতি বছর ফিফা বিশ্বকাপ কাতার ২০২২  উপলক্ষে ফুটবল প্রেমিক দর্শকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করবে সংযুক্ত আব আমিরাত(এইউই)। মাল্টি এন্ট্রি ট্যুরিস্ট ভিসা গ্রহনের মাধ্যমে একজন ফুটবল অনুরাগি ৯০ দিনের মধ্যে যতবার খুশি আরব আমিরাতে প্রবেশ ও বের হতে পারবে।’

খবরে বলা হয়েছে, যাতায়াতের জন্য প্রতিদিন ১৬০টির বেশী ফ্লাইট পরিচালনা করবে সৌদিয়া, কুয়েত এয়ারওয়েজ, ফ্লাই দুবাই এবং ওমান এয়ার। যাতে খেলা শেষ করে ভক্তরা থাকার জন্য অন্যত্র চলে যেতে পারে।

ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্টের আয়োজক ২৮ লাখ জনসংখ্যার দেশ কাতার সরকারের  প্রত্যাশা নভেম্বর ও ডিসেম্বরে বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে অন্তত ১২ লাখ লোক সফর করবে। আবাসনের সংকট থাকলেও ধনী এই ক্ষুদ্র দেশটিতে এমন জনসমাগম গলফভুক্ত প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।

হায়া কার্ড প্রাপ্ত টিকেট ধারী ভক্তরা প্রথমিকভাবে ১০০ দিরহামের বিনিময়ে ৯০ দিনের নবায়োনযোগ্য ভিসা গ্রহন করতে পারবে। কর্মকর্তারা সংবাদ সংস্থা ডাব্লিউএএম কে জানান,‘ ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজনে কাতারকে সহযোগিতা করার জন্যই আরব আমিরাত এই উদ্যোগটি গ্রহন করেছে। সূত্র: আরব নিউজ

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ