34 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে হার মানলেন জবি শিক্ষার্থী আকবর

চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে হার মানলেন জবি শিক্ষার্থী আকবর

চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে হার মানলেন জবি শিক্ষার্থী আকবর

বিএনএ, চট্টগ্রাম : চারদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খান। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেস বাসায় থাকতেন।

শুক্রবার (২৮ আগস্ট) জিইসি মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান আকবর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার পেছনে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চমেক ভর্তি করেন।

খুলশী থানার এসআই মোহাম্মাদ হোসাইন জানান, চারদিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জবি শিক্ষার্থী আকবর হোসেন খান।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি। তার বুকে ও পেটের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ