30 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » সব বিশ্ববিদ্যালয়ে এক ভর্তি পরীক্ষা

সব বিশ্ববিদ্যালয়ে এক ভর্তি পরীক্ষা

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

বিএনএ, ঢাকাঃ দেশের সব বিশ্ববিদ্যালয় এক ভর্তি পরীক্ষা নিতে নীতি-নির্ধারণী সভা ইউজিসিতে আগামী সোমবার(৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী। ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনের এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশ নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং আর্থিক সাশ্রয় কমাতে তিনটি গুচ্ছে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতো বড় বিশ্ববিদ্যালয়ে আসেনি।

এনটিএ এর কর্মপদ্ধতি ঠিক করতে সোমবার (৩ এপ্রিল) শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে উচ্চপর্যায়ে কোর কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। এই বৈঠকে বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়গুলো যাতে এক ছাতার নিচে আসে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতিকে কমিটিতে রাখা হয়েছে।

জানতে চাইলে কোর কমিটির সদস্য ও বৈঠকে অংশ নেবে এমন একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, ৩ এপ্রিলের বৈঠকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কীভাবে এনটিএ-তে আনা যায় সেটিই হবে মুখ্য আলোচনা। বৈঠকটি শিক্ষামন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

বিএনএ/ এমএফ

Total Viewed and Shared : 147 


শিরোনাম বিএনএ