38 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পৌর নির্বাচন, মিরসরাইয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ

পৌর নির্বাচন, মিরসরাইয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ

পৌর নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ

বিএনএ,মিরসরাই(চট্টগ্রাম):নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি ধাপে দেশের পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামি ১৪  ফেব্রুয়ারি চতুর্থ ও ২৮ ফেব্রুয়ারি হবে শেষ ধাপের নির্বাচন। আর শেষ ধাপেই হবে চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় ভোট হবে।

নির্বাচনকে ঘিরে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।পাশাপাশি শঙ্কাও রয়েছে।পৌরবাসী তাদের কাঙ্ক্ষিত ভোট প্রদানের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচনী অঙ্গীকারের দিকে নজর রাখছেন।

মিরসরাই পৌরসভা নির্বাচনে গিয়াস উদ্দিন ও বারইয়ারহাট থেকে মোহাম্মদ রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মীরসরাইয়ে নুর মোহাম্মদ ও বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী।প্রথমবারের মতো পৌরসভা দুটিতে ইভিএম এ ভোট নেয়া হবে।

ভোটাররা জানিয়েছেন,যিনি এলাকার উন্নয়ন করবেন, সব সময় এলাকার মানুষের পাশে থাকবেন এমন  সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

এদিকে,দল থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষেই দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ