Bnanews24.com
Home » চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এক নজরে দুর্ঘটনা সব খবর

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিএনএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল (৩৫) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকার যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিএনএনিউজ/জেবি