38 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আইপিও আবেদন করলেই মিলবে শেয়ার

আইপিও আবেদন করলেই মিলবে শেয়ার

বিএসইসি

বিএনএ, ঢাকা : লটারি পদ্ধতি নয়, শেয়ার বাজারে আইপিও আবেদন করলেই শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। তবে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ আইপিও আবেদন করার আগে একজন বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হচ্ছে—সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বাজারমূল্যে ন‌্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আইপিও আবেদনের ক্ষেত্রে ন‌্যূনতম চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা বা তার গুণিতক হবে। একই সঙ্গে লটারি ব্যবস্থা উঠে যাবে, তার পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

এদিকে, কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের জন্য বিদ্যমান দুই দফায় সম্মতিপত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসঙ্গে সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ