29 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম: ‘শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৩১ মে) চট্টগ্রামে পরিবেশ অধিদফতরের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের গবেষণাগার কার্যালয়ের পরিচালক নাসিম ফারহানা শিরীন। এছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগী অধ্যাপক উত্তম বড়ুয়া ও প্রশিক্ষক সনজিত রায়, বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক মো. মোছলেমউদ্দিন।

প্রতিযোগিতায় “গ্রুপ ক”-তে প্রথম স্থানে বিজয়ী হন সমৃদ্ধি চক্রবর্তী, “গ্রুপ খ”-তে প্রাঞ্জল দাশ এবং “গ্রুপ গ”-তে নাজমুল ইসলাম অথৈ। বিজয়ী প্রতিযোগিদের আগামী ৫ জনু বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 12,829 


শিরোনাম বিএনএ