27 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো


বিএনএ, ঢাকা : ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৯ অক্টোবর) জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নির্বাহী কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হান্নান এবং সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে ২১, ২২, ২৩, ২৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ