বিএনএ ডেস্ক: বিশ্বে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে অন্তত একজন মানুষের মৃত্যু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৫ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং ৭০টিরও বেশি একাডেমিক ও জাতিসংঘ সংস্থার ১২৮ জন বিশেষজ্ঞের সমন্বয়ে এই গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের জ্বালানি নির্ভর জীবনধারা শুধু গরমের মাত্রা বাড়াচ্ছে না, এটি বায়ুদূষণ, বনজ অগ্নিকাণ্ড এবং ডেঙ্গু-সহ বিভিন্ন রোগের বিস্তারও ঘটাচ্ছে। প্রতিবার লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।
গবেষকরা জানিয়েছেন, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে গড় হিসাবে প্রতি বছর ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে মারা গেছে, যা প্রতি মিনিটে একজন মৃত্যুর সমান। ১৯৯০-এর দশকের তুলনায় এই মৃত্যুহার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গবেষক ড. মারিনা রোমানেলো (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) বলেন, “প্রতিবেদনটি দেখাচ্ছে, বিশ্বের সব প্রান্তে মানুষ ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতক্ষণ না আমরা ফসিল ফুয়েল নির্ভরতা কমাই, মৃত্যু ও ক্ষতি চলতেই থাকবে।”
বিএনএ/শাম্মী
![]()
