27 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » সৌদি,আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন

সৌদি,আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেন বাইডেন

বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত স্থগিত রাখলেন বাইডেন। শাসনকালের শেষ পর্যায়ে দুই আরব দেশের কাছে অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছে, এটা রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত। নতুন প্রশাসন এসে আগের প্রশাসনের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত খতিয়ে দেখে। তাই সৌদি ও আমিরাতকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত এবার খতিয়ে দেখা হবে। তারপর ঠিক হবে, সেই সিদ্ধান্ত বহাল থাকবে, না কি তা বাতিল হবে।

যুক্তরাষ্ট্র থেকে ৫০টি লকহিড-মার্টিন এফ৩৫ স্টিলথ যুদ্ধবিমান দুই হাজার তিনশ কোটি ডলার দিয়ে কিনছিল আমিরাত। গত ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই সিদ্ধন্ত নেয়া হয়।

গত ২৯ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে তিন হাজার প্রিসিশন গাইডেড মিসাইল বিক্রির প্রস্তাব অনুমোদন করে। ২৯০ কোটি ডলার দিয়ে এই ক্ষেপনাস্ত্র কিনছিল সৌদি আরব।

বাইডেন তখনই সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আবেদন জানিয়ে ছিলেন। তাঁর বক্তব্য ছিল, এই অস্ত্র ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন করার কাজে ব্যবহার করা হবে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল আতিবা অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
দূতাবাসের টুইটার পেইজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এফ-৩৫ জঙ্গিবিমান ক্রয় চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে আস্থা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
একইসঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ