36 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতু নিয়ে চলচ্চিত্র নায়ক-নায়িকাদের উচ্ছাস

পদ্মা সেতু নিয়ে চলচ্চিত্র নায়ক-নায়িকাদের উচ্ছাস

পদ্মা সেতু নিয়ে চলচ্চিত্র নায়ক নায়িকাদের উচ্ছাস

বিনোদন ডেস্ক :বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল শনিবার (২৫ জুন)। মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন পূরণ হওয়ায় গোটা দেশে বইছে আনন্দের উচ্ছ্বাস। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে খুশির জোয়ার বইছে। কেননা এখন থেকে তাদেরকে আর ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না। মাত্র কয়েক মিনিটেই খরস্রোতা পদ্মা নদী পাড়ি দিতে পারবেন।

ঐতিহাসিক এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত দেশের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, আবার অনেকে ভিডিও বার্তার মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। বিটিভির একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘পদ্মা সেতু, স্বপ্নের অবিস্মরণীয় বাস্তবতা। লক্ষ্য যদি স্থির থাকে, সততা, দৃঢ়তা, নিষ্ঠা, সাহসিকতা, অবিচল আত্মবিশ্বাস মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। ধন্যবাদ প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মা সেতু উপহার দেয়ার জন্য।’

ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন চিত্রনায়ক রিয়াজ। তাই ভীষণ উচ্ছ্বসিত তিনি। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা জানান সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার বাড়ি বরিশাল, গৌরনদী। জন্ম কালীগঞ্জ, জিনজিরা, ঢাকা। আমার শ্বশুরবাড়ি সাতক্ষীরা, খুলনা। পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে। আমাদের গর্ব পদ্মা সেতু। আমাদের প্রথম অর্জন স্বাধীনতা আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি, আমাদের পদ্মা সেতু।’

চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুকে পদ্মা সেতুর নিচে তোলা একটি ছবি শেয়ার দিয়ে  লিখেছেন, ‘আমার টাকায় আমার পদ্মা সেতু। আনন্দিত এবং গর্বিত। এমন ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গুণী অভিনেত্রী তারিন জাহানও ছিলেন অনুষ্ঠানের মঞ্চের সামনেই। সেখান থেকে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন ফেসবুকে। পদ্মা সেতুর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে

তারিন লিখেছেন, ‘লালন করার মতো একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সালাম। আমরা বাংলাদেশের মানুষ আপনার কাছে অনেক কৃতজ্ঞ।’

অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস রত নায়িকা শাবনূরও। কিন্তু দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না, সোশ্যাল মিডিয়ায় শাবনূর লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

কেবল শাবনূর নন, বিনোদন জগতের সব তারকাই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত। প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্ন জয়ের আনন্দে প্রকাশ করছেন। কেউবা পদ্মা সেতু নিয়ে গান করেছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের আরো অনেকে উপস্থিত ছিলেন।  চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, চিত্রগ্রাহক রিপন রহমান খান, গীতিকার কবির বকুল প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে হেলিকপ্টারে করে পৌঁছান প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন কূটনৈতিক, মন্ত্রীবর্গ, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বিএনএ/রিপন রহমান খান

 

Loading


শিরোনাম বিএনএ