30.3 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ভিওআইপি ব্যবসায় দৈনিক আয় ১ লাখ টাকা!

ভিওআইপি ব্যবসায় দৈনিক আয় ১ লাখ টাকা!


বিএনএ ডেস্ক : একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন। কিন্তু গাজীপুরের টঙ্গীতে একটি চক্র কাছে পাওয়া গেছে সাড়ে ১১ হাজার সিম। এই সব সিম ব্যবহার করে স্থাপন করেছিল অবৈধ টেলিযোগাযোগব্যবস্থা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল- ভিওআইপি। সেখানে প্রতিদিন গড়ে ১ লাখ ২৫ হাজার মিনিট আন্তর্জাতিক কল টার্মিনেট করা হতো। এতে প্রতিদিন চক্রটির আয় হতো ১ লাখ টাকা।

YouTube player

গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ভিওআইপি সরঞ্জামসহ ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-১। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার মো. তাজুল (৪০) ও ফরিদপুর সদর উপজেলার মো. হারুন। তাঁরা দুজনই মধুমিতা এলাকার অগ্রণী টাওয়ারের ১২ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখান থেকেই তাঁরা ভিওআইপি ব্যবসা পরিচালনা করতেন।
এ দিকে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি সাংবাদিকদের বলেন, সরকার একটি নিয়মতান্ত্রিক টেলিযোগাযোগ পদ্ধতি চালু করতে চায়। এ খাতে যত অনিয়ম ও বিশৃঙ্খলাকারী আছে, তাদের বিরুদ্ধে তারা কঠোর আইনগত ব্যবস্থা নিতে চান। দেশের রাজস্ব বাড়ানোর জন্য অবৈধ ভিওআইপি কল বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এ নিয়ে টঙ্গীর মধুমিতা এলাকার অগ্রণী টাওয়ারে ২৪ মার্চ রোববার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‍্যাব। সংবাদ সম্মেলনে বলা হয়, র‍্যাব বিভিন্ন সময় ভিওআইপি ব্যবসা নিয়ে অভিযান চালিয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, টঙ্গীর মধুমিতা এলাকার অগ্রণী টাওয়ার থেকে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে ভবনটির ১২ তলায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাজুল ও হারুনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ৩২টি সিম বক্সে বিভিন্ন অপারেটরের সাড়ে ১১ হাজার সিম, ৩টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ১টি মিনি পিসি, ৭টি মডেম, ১৫টি রাউটার ও ৫টি নেটওয়ার্ক হাব জব্দ করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল-মঈন সাংবাদিকদের বলেন, চক্রটি দীর্ঘদিন ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা বের করার চেষ্টা করছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তার দুজন ভিওআইপি ব্যবসার সক্রিয় সদস্য। তারাসহ আরও কয়েকজন প্রায় ১২ বছর ধরে এ ব্যবসা করে আসছিলেন। তারা ভিওআইপি সরঞ্জাম ব্যবহার করে অবৈধ টেলিযোগাযোগব্যবস্থা স্থাপনের মাধ্যমে প্রতিদিন বাংলাদেশে ১ লাখ ২৫ হাজার মিনিট আন্তর্জাতিক কল টার্মিনেট করতেন। এসব কলের প্রতি মিনিটের খরচ ৮০ পয়সা। হুন্ডির মাধ্যমে এসব টাকা দেশে এনে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন।

বিএনএ/ সৈয়দ সাকিব, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ