বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মুখে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের দুটি করে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ শাহ রোডের মুখের একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে আগুন দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে ইহয়াউস্ সুন্নাহ মাদরাসা ভবনে। এ সময় ওই ভবনে মাদরাসাছাত্ররা ছিল।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ভবনে আগুনের খবর পেয়ে চন্দনপুরা ও লামারবাজার স্টেশন থেকে প্রথমে দুইটি, পরে আরও দুইটি গাড়ি পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে জানানো হবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
