30 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গ্যাস নেওয়ার সময় বিষ্ফোরণে যাত্রী নিহত

গ্যাস নেওয়ার সময় বিষ্ফোরণে যাত্রী নিহত

নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় সি এন জি পাম্পে একটি ট্রাকে গ্যাস নেয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের অজ্ঞাত পরিচয় (৩৫)নামের এক নারী শ্রমিক মারা গেছেন। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বেড়িবাঁধ এলাকার আর এস সিএনজি পাম্পে একটি ট্রাক কয়েকজন নারীকে নিয়ে আসে। ট্রাকে গ্যাস নেয়ার সময় সবাই নেমে গেলেও ওই নারী ট্রাকের ভেতরে বসে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী পেশায় শ্রমিক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি হাজারীবাগের বেড়িবাঁধ একটি পাম্পে ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত এক নারীকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ