32 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ৫ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন রাজঘাট উত্তরপাড়া সাত্তারভাণ্ডারি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহি (৩) ও একই উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকার ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে মো. সামসুর রহমান (৩৫)।

নিহত মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকাল পৌনে ৯টায় পরিবারের অন্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ মাহি ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পর্শে মো. সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ