31 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৩ মে) সদর উপজেলার সুয়ালক ইউপির শ্যারনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার পেন খুপ বমের ছেলে লাল নৌ বম (২০) ও বেথানি পাড়ার জারথাং বমের ছেলে ভান থাং পুই বম (১৮)।

স্থানীয়রা জানান, শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। তখন আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফের দুই সদস্য নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী । তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ