29 C
আবহাওয়া
৪:৫৮ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ; সেমিতে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ; সেমিতে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ; সেমিতে পাকিস্তান

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে সেমিতে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশে। গ্রুপ ২ থেকে সেমিতে খেলায় সুযোগ পেয়ে গেল পাকিস্তান।

বাংলাদেশের দেয়া ১২৮ রান টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনী জুটিতে দুজনে ৬৩ বলে করেন ৫৭ রান। এরপর তৃতীয় জুটিতে ২০ বলে ৩১ রানের জুটি গড়েন মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হারিস। শান মাসুদকে সাথে নিয়ে চতুর্থ জুটিতে ১৪ বলে ২৯ রান তোলেন মোহাম্মদ হারিস। শেষ পর্যন্ত ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান তুলতে সক্ষম হয় টাইগাররা

বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫৪, আফিফ হোসেন ২০ বলে ২৪, সৌম্য সরকার ১৭ বলে ২০, লিটন দান ৮ বলে ১০ রান করেন।

এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান শূণ্য, মোসাদ্দেক সৈকত ৫,নাসুম আহমেদ ৭ এবং তাসকিন আহমেদ ১ রান করেন।

শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন
শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন

পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ৪টি, শাদাব খান ২টি ও ১টি করে উইকেট শিকার করেন হারিস রউফ ও ইফতেখার আহমেদ।

২২ রানে ৪ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ