31 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » সৌরভের করোনা নেগেটিভ এসেছে

সৌরভের করোনা নেগেটিভ এসেছে


খেলাধুলা ডেস্ক: কিংবদন্তি বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। একটি ধমনিতে রিং বসানো হয়েছে। বাকিগুলোতে বসানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে রবিবার। হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব হলে হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই অধিনায়ককে।

শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে শরীর চর্চা করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনিতে ‘ব্লকেজ’ রয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর শনিবারই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।

তবে তার হৃদ্‌যন্ত্রে আরও ২টি স্টেন্ট (রিং) লাগানোর বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না চিকিৎসকেরা। রবিবার সৌরভকে সারাদিনই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা। সৌরভের জন্য ইতিমধ্যে ৭ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। আপাতত দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ