30 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত

১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত

১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত

বিএনএ, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ এপ্রিল নির্ধারিত সব নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং একটি সংসদীয় আসনে উপ নির্বাচন হওয়ার কথা ছিল।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, “১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন এবং ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে কমিশন স্থগিত করেছে।”

তফসিলে ঘোষিত ভোটের তারিখের ১০ দিন আগে এসব নির্বাচন স্থগিত করা হল।

এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, পরিস্থিতি ‘স্বাভাবিক’ না হওয়া পর্যন্ত এসব ভোট হবে না। দেশের অবস্থা স্বাভাবিক হলে নির্বাচন যে অবস্থায় বন্ধ হয়েছিল, সেখান থেকে ভোটের প্রক্রিয়া আবার শুরু করা হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ