বিশ্ব ডেস্ক: গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের সম্পূর্ণ অবসান না হলে মধ্যেপ্রাচ্যে অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা আসবে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ রবিবার(৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার((WAFA)।
ফিলিস্তিন-মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতির প্রতিক্রিয়ায়, আবু রুদেনেহ জোর দিয়ে বলেন, এখন প্রথম জাতীয় অগ্রাধিকার হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং সেনা-সমর্থিত ইসরায়েলি সন্ত্রাসীদের পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর, গ্রাম এবং শরণার্থী শিবিরে আক্রমণ বন্ধ করা।
বিবৃতিতে আবু রুদেনেহ আরও বলেন, “ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পরিবর্তে, মার্কিন প্রশাসনের উচিত কেবল ফিলিস্তিনেই নয়, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি রোধ করার জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের দায়িত্ব নেওয়া উচিত।”
ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক বৈধতা রেজুলিউশন বাস্তবায়ন এবং ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রই বহন করে।”
তিনি জোর দিয়ে বলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সূত্র :ওয়াফা
বিএনএ,WAFA, এসজিএন