28 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে ১৩ আ.লীগ নেতা বহিষ্কার

সিলেটে ১৩ আ.লীগ নেতা বহিষ্কার

আ’লীগ সংলাপে যাচ্ছে ১৭ জানুয়ারি

বিএনএ, সিলেট : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটের কানাইঘাটে ১৩ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন—বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কানাইঘাট ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু বাছিত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোমিন চৌধুরী মুহিন, ৪নং সাতবাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন বাবুল মুহুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগের সদস্য বাবুল রানা চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল রানা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক খালেদ হাসান তারেক, কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম সাগর।

এর আগে সিলেটের জকিগঞ্জে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

আগামী ৫ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ