স্পোর্টস ডেস্ক, ঢাকা: শুরু হলো জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের শীর্ষ ১২ ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নেমেছে আজ থেকে। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শের-ই-বাংলায় সকাল ৯টায় দিনের প্রথম খেলা মাঠে গড়িয়েছে। দুপুর দেড়টায় একই মাঠগুলিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
মিরপুরে মেঘলা আবহাওয়ায় টস জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছে ব্রাদার্স ইউনিয়ন।
টানা নবমবারের মতো ডিপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।’
ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন।
করোনা পরিস্থিতিতে ঢাকা লিগ চালানোর ঝুঁকি নিয়েছে বিসিবি। বিসিবি নিজের খরচে ১২টি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রেখেছে। নিয়মিত তাদের করোনা পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হবে জানিয়েছে আয়োজকরা।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগ। এবার পুরো মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।
করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদলের প্রয়োজন হয়নি। তবে একদিনের পরিবর্তে এবার খেলা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বিএনএনিউজ২৪/এমএইচ