34 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » মাদ্রাসায় আরবি প্রভাষক নিয়োগে ইসলামিক স্টাডিজ বিভাগ সংযুক্তির দাবি

মাদ্রাসায় আরবি প্রভাষক নিয়োগে ইসলামিক স্টাডিজ বিভাগ সংযুক্তির দাবি


বিএনএ, রাবি: ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নীতিমালা’ সংশোধন করে বিজ্ঞপ্তিতে মাদ্রাসায় সহকারী মৌলভি ও প্রভাষক পদে নিয়োগে ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগকে পুনরায় সংযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘প্রথম থেকে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যন্ত আমরা সুযোগ পেতাম। কিন্তু আমাদের এখন বঞ্চিত করা হয়েছে। এ নীতিমালা প্রণয়ন করে সকল প্রকার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের সুযোগ দিতে হবে।’

শিক্ষার্থীরা জানান, ‘ফাজিল-কামিলে যা পড়ানো হয় আমরা তার থেকেও মানসম্মত শিক্ষা অর্জন করি। যে অন্যায্য ও অন্যায়মূলক নীতিমালা জারি করা হয়েছে তা আমরা মানি না। নিঃসন্দেহে এটা বৈষম্যমূলক। অবিলম্বে এ নীতিমালা বাতিল করতে হবে। যদি তা না করা হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।’

মানববন্ধনে সংহতি জানিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ন. ম মাসউদ উর রহমান বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন থেকে ইসলামিক স্টাডিজকে বাদ দিয়ে আমাদের ছাত্রদের সাথে প্রবঞ্চনা করা হয়েছে। এটি খুবই দুঃখজনক ও ঘৃণ্য একটি সিদ্ধান্ত। আমরা এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার চাই। নতুবা কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ