37 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৯

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক : থাইল্যান্ডে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০০ জনেরও বেশি।

শনিবার (২৯ জুলাই) বিকেলে দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ভবনের নির্মাণ কাজের সময় ওয়েল্ডিংয়ের কারণে এ বিস্ফোরণ ঘটে।

 

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন বলেছেন, “সুঙ্গাই কোলোকে আতশবাজি রাখার একটি গুদাম বিস্ফোরিত হয়েছে, সর্বশেষ সংখ্যা নয়জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছে।”

“আগুন এখন নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে ইস্পাত ঢালাই প্রক্রিয়া চলাকালীন একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে বিশাল ধোঁয়া বাতাসে উঠছে এবং বিস্ফোরণের কারণে অসংখ্য দোকান, বাড়ি এবং যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গুদামঘর থেকে ১০০ মিটার দূরে বসবাসকারী প্রত্যক্ষদর্শী সেকসান টেসেন বলেন, “আমি বাড়ির ভিতরে আমার ফোন দিয়ে খেলছিলাম, তখন হঠাৎ আমি একটি বিকট শব্দ শুনতে পাই এবং আমার পুরো বাড়িটি কেঁপে ওঠে।”

“তখন আমি দেখলাম আমার ছাদটি প্রশস্ত খোলা। আমি বাইরে তাকালাম এবং দেখলাম বাড়িঘর ভেঙ্গে পড়ছে এবং মানুষ সব জায়গায় মাটিতে পড়ে আছে। ”

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ