33 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

বিএনএ, ইসলামিক ডেস্ক: ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পবিত্র রমজান মাস প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫)

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।’ (বুখারি, হাদিস : ১৯০০)

হাদিসে নতুন চাঁদ দেখার একটি দোয়া বর্ণিত হয়েছে।

তা হলো- আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

বাংলা অর্থ: হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

হাদিস: তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ