23 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১৭ জনের প্রাণহানি

করোনায় আরও ১৭ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ১০ হাজার

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে ।  এ নিয়ে মোট ৮ হাজার ১১১ জন মারা গেছে। এ ছাড়া গত একদিনে প্রায় নয় মাস পর সবচেয়ে কম ৩৬৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারী) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে   এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মারা গেছেন ১৭ জন। নতুন মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১১১ জন। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার কমে ৩ শতাংশে নেমেছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ