বিশ্ব ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত চার ‘ ব্যক্তিকে’কে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
শুক্রবার(২৯ডিসেম্বর) সকালে রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত চার “নাশক”কে ইরান মৃত্যুদন্ড দিয়েছে, শুক্রবার বিচার বিভাগ-সংশ্লিষ্ট মিজান নিউজ এজেন্সি জানিয়েছে।
রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, “মোসাদ অফিসারদের নির্দেশে ইরানের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে জড়িত ইহুদিবাদী শাসনের সঙ্গে যুক্ত একটি নাশক দলের চার সদস্যকে আজ সকালে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”
ইসরাইলের ধ্বংস
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রাজধানীর দামেস্কে ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করেছে তার বদলা ইসরাইলের ধ্বংস ছাড়া আর কোন কিছুতেই হবে না।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) রাজধানী তেহরানের ইমাম হোসাইন স্কয়ারে জেনারেল মুসাভির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন আইআরজিসি’র প্রধান। গত সোমবার দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলের সন্ত্রাসী সেনারা জেনারেল মুসাভিকে হত্যা করে।
বিএনএ,এসজিএন