40 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছুই করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছুই করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছুই করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, চট্টগ্রাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী কিছুই করার নেই।  এ বিষয়ে আমি কালকে (মঙ্গলবার) বলে দিয়েছি। আইনমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছেন। আইনে কোনো সুযোগ নেই। কাজেই এটা আমরা কিছু করতে পারছি না। ’
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন, আমি নীলকণ্ঠি। আমি সবকিছু হারিয়েও চলছি। যথার্থই তিনি বলেন। একরাতের মধ্যে জাতির পিতাকে সপরিবারে খুন করা হল। শিশু শেখ রাসেলকেও খুন করা হয়েছে। সেই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশের মানুষ এখনও শিউরে ওঠেন। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্যেই একজন আবিষ্কার করলেন, হত্যাকাণ্ডের দিন তার জন্মদিন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কীভাবে নিজের আসল জন্মদিন পাল্টে জাতির শোকের দিনে জন্মদিন পালন করা যায়, আমরা ভাবতে পারি না। ’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ