21 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বেইলি রোডে ককটেল বিস্ফোরণ, আহত ২

বেইলি রোডে ককটেল বিস্ফোরণ, আহত ২


বিএনএ, ঢাকা: রাজধানীর বেইলি রোডে ককটেল বিস্ফোরণে মোহাম্মদ সাকিব (২৬) ও মোহাম্মদ আশিক ( ২৮) নামের দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আহত যুবকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতদের সহকর্মী সবুজ জানান, বেইলি রোডের একটি কাপড়ের শো রুমের কাজ শেষে সাকিব ও আশিক হেঁটে রামপুরার বাসায় ফিরছিলেন। এমন সময় হঠাৎ বেইলি রোডের মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তাদের দুজনের পায়ে জখম হয়। পরে তাদেরকে ঢামেকে নিয়ে আসা হয়। তবে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে চিনতে পারেননি আহতরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ,গতরাতে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসে। আহতদের দুজনেরই পায়ে জখম রয়েছে। চিকিৎসা শেষে রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ