25 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

লকডাউনে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

লকডাউন

বিএনএ, ঢাকা : বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাতদিনের জন্য কঠোর লকডাউন। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন চলাকালে মাস্ক পরিধানসহ সকল স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন বুধবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত সোমবার সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। এই বিধিনিষেধ বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ