19 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

বাতাস

বিএনএ ডেস্ক: বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এছাড়া স্কোর ১৮৫ নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। ১৭০ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় নেপালের কাঠমান্ডু। ১৬৭ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ চীনের ইউহান এবং স্কোর ১৬০ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

তথ্যমতে, বাতাসে একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ