29 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজদারি চেয়ে নিসচা’র চিঠি

মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজদারি চেয়ে নিসচা’র চিঠি

মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজদারি চেয়ে নিসচা'র চিঠি

বিএনএ, সাভার : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দুইটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ দুটি উৎসবে কর্মব্যস্ত মানুষগুলো ছুটে যায় আপন ঠিকানায় পরিবারের আপনজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। কিন্তু এসময় বাড়ি ফেরার পথে পড়তে হয় ভুগান্তিতে। তাই যাত্রাপথকে নির্বিঘ্ন করতে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আসন্ন ঈদ-উল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাত্রাপথকে নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে সার্বক্ষণিক পুলিশি নজরদারির দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন।

এ সংক্রান্ত একটি চিঠি  বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার সংশ্লিষ্ট ইউএনও, থানা, হাসপাতালসহ প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছে সংগঠনটি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সংস্কারকাজ চলার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে আশঙ্কাজনকভাবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে ঈদযাত্রায়ও এর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে ভূমিকা রাখার দাবি জানাচ্ছি।

এতে বলা হয়, সড়কের ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করে সংস্কার করা ও ট্রাফিক পুলিশ মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে। মূল সড়কে যানজট এড়াতে কিছু আন্ত সড়ক ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধে কমিউনিটি পুলিশ নিয়োগ করা যেতে পারে। ছিনতাই, ডাকাতি, মলম পার্টি ও অজ্ঞান পার্টি থেকে যাত্রীদের রক্ষায় জনসচেতনতামূলক মাইকিং করা যেতে পারে। এছাড়া অবৈধ পার্কিং ও তিনচাকার যান চলাচল ও উল্টোপথে পরিবহন চালানো থেকে মহাসড়ককে মুক্ত রাখতে হবে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্ভাব্য কোন অপ্রত্যাশিত ঘটনার কথা মাথায় রেখে ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া হাসপাতালও প্রস্তুত রাখার দাবি জানানো হয়েছে এ চিঠিতে।

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তর গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমরাও তৎপর রয়েছি।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ