22 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » কুবির তিন রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণ

কুবির তিন রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণ

কুবির তিন রোভারের দেড়'শ কিলোমিটার পরিভ্রমণ

বিএনএ, কুবিঃ ‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, পরিবেশকে রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সফলভাবে শেষ করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য। ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষে গত ২৪ মার্চ চট্টগ্রামের লোহাগাড়া থেকে শুরু করে ২৮ মার্চ কক্সবাজারের টেকনাফ পর্যন্ত এ পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।

এতে পরিভ্রমণকারী দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। দলের অন্য দুই সদস্য হলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।

৫ দিনের এই পরিভ্রমনে রোভার দল প্রতিদিন সাধারন মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করে। এর মধ্যে রাষ্ট্রীয় সম্পদের অবচয় রোধ করা, ধুমপান মুক্ত সমাজ গড়া, করোনায় ভয়াবহতা তুলে ধরা এবং সচেতন করা।

এ বিষয়ে পরিভ্রমন দলনেতা ও সিনিয়র রোভার মেট খোরেশদ আলম অনুভূতি প্রকাশ করে বলেন, এই পরিভ্রমনটি ছিল আমাদের জন্য একটি বিচিত্র অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা আমাদের নতুন অনেক কিছু শিখিয়েছে। কোনো পুঁথিগত বিদ্যা হয়তো এভাবে শেখাতে পারবে না। এই ৫ দিন হাটার সময় আমরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লেও মানসিকভাবে শক্ত ছিলাম। কোনো ধরনের পরিবহন ব্যবহার করা ছাড়াই ১৫০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি।
পরিভ্রমন কালীন সময়ে স্থানীয় পুলিশ প্রশাসনের অনেক বেশি সহযোগিতা পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র