বিশ্ব ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজায় আরও ২ সাংবাদিক নিহত হয়েছে।
আল জাজিরা জানায়, ইসরায়েলি বোমা হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন, এতে ছিটমহলে সাংবাদিকদের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫ হয়েছে, সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফটোসাংবাদিক আহমেদ খায়ের আল-দিন এবং সাংবাদিক মোহাম্মদ খায়ের আল-দিন সহ বেত লাহিয়ার একটি আবাসিক চত্বরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজার বেত লাহিয়া, খান ইউনিস ও মাগাজি এলাকায় ইসরায়েলি হামলায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের এল আমাল সিটি হাসপাতালের কাছে হামলায় অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
বিএনএ,এসজিএন