24 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পাস

বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পাস


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে ৪৫ বছর বয়সে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছেন সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দীন নয়ন।এখলাছ উদ্দিন নয়ন উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে জিপিএ-৫ এসএসসি পাশ করেছেন।

এ দিকে তার ছেলে রাকিবুল হাসান রায়হানও এসএসসি পাস করেছে এবার। ছেলে ফল ভালো করেছে, পেয়েছে জিপিএ ৪.৮৩। তবে বাবার ফল আরও ভালো, তিনি পেয়েছেন জিপিএ-৫।ছেলে রায়হান পরীক্ষা দিয়েছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে।

                                                     ছেলে রাকিবুল হাসান রায়হান

সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার কোন বয়স নাই। আমার আগ্রহ ছিল লেখাপড়া করার। সেই আগ্রহ থেকেই এই বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছি।

এ বিষয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর আমার প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছেন।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ