23 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » নয়াপল্টনে ইন্টারনেট বন্ধের নির্দেশ

নয়াপল্টনে ইন্টারনেট বন্ধের নির্দেশ


বিএনএ, ঢাকা: বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলের চারপাশে ৭০০ মিটার পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ সংক্রান্ত একটি নির্দেশনা গণমাধ্যমের হাতে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে আরামবাগে সমাবেশের মৌখিক অনুমতি পেয়ে মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ