22 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে মদপানে ৬ জনের মৃত্যু

থাইল্যান্ডে মদপানে ৬ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : থাইল্যান্ডে মিথানলযুক্ত বেআইনিভাবে তৈরি মদ পান করে কমপক্ষে ছয়জন মারা গেছে। এ ঘটনায় ২০ জনেরও বেশি  হাসপাতালে ভর্তি হয়েছে।  বুধবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংককের উত্তর-পশ্চিম প্রান্তে খলং সাম ওয়া জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে কর্তৃপক্ষ রাস্তার পাশে ১৯টি অবৈধ অ্যালকোহল স্ট্যান্ড খুঁজে পেয়েছে।

হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এক মদ্যপানকারীর আত্মীয় জানিয়েছেন, ‘পান করার পরে আমার বাবা যে লক্ষণগুলো বলেছিলেন, সেটি তাকে গ্যাস রিফ্লাক্সের কথা মনে করিয়ে দেয়।’

প্রধানত বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে কঠোর অ্যালকোহল আইন রয়েছে। মদ সীমাবদ্ধ করে দিনের নির্দিষ্ট সময়ে বিক্রয় এবং ধর্মীয় ছুটির দিনে মদ পান নিষিদ্ধ করা হয়।

তবে সমালোচকরা বলছেন, কঠোর নিয়মগুলো সস্তায় তৈরি অ্যালকোহলের অবৈধ বাজারের প্রসার ঘটিয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এই মদ স্থানীয়ভাবে ‘ইয়া ডং’ নামে পরিচিত।

 

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ